রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহী জেলা পরিষদ এই দোয়া মাহফিলের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন, সদ্য প্রয়াত জাহানারা জামানের বড় ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সম্পাদক বাবুল রেজা, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এএইচএম খালিদ ওয়াসি কেটু প্রমুখ।
এছাড়া রাজশাহী জেলা পরিষদের সদস্য আবদুস সালাম, এমদাদুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজসহ সব কর্মকর্তা-কর্মচারী দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া পরিচালনা করেন রাজশাহী জেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল ইসলাম। দোয়া মাহফিলে প্রয়াত জাহানারা জামানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।
এর আগে, গত ৫ ফেব্রুয়ারি দিনগত রাত পৌনে ১টার দিকে ঢাকার গুলশানের বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন জাহানারা জামান।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এসএস/আরআইএস/আইএ