ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
বান্দরবানে জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা বান্দরবানে জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা

বান্দরবান: বান্দরবানে জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিলীপ কুমার বনিকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণী সাহা, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, সিভিল সার্জন উদয় শংকর চাকমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস প্রমুখ।

এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সভায় অংশ নেন।

সভায় জেলা প্রশাসক বলেন, বান্দরবান একটি পর্যটন নগরী হিসেবে দেশ-বিদেশে পরিচিতি লাভ করেছে। কাজেই এখানে প্রতিদিন হাজারও পর্যটকের আগমন ঘটে। তাদের সঙ্গে অতিথিসুলভ আচরণ করার জন্য সকলকে আহ্বান জানান তিনি। এছাড়াও বান্দরবান একটি সম্প্রীতির জেলা হিসেবে সমাদ্রিত। তাই এ সুনাম যেন অক্ষুন্ন থাকে সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান ডিসি।

পরে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।