ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনার ফুলতলাকে মাদকমুক্ত করার ঘোষণা

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
খুলনার ফুলতলাকে মাদকমুক্ত করার ঘোষণা খুলনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

খুলনা: মাদককে এক নম্বর সমস্যা বিবেচনা করে এটিকে নির্মূলে প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে খুলনার ফুলতলা উপজেলাকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল আহসান।

এস এম শফিউল্লাহ বলেন,  মাদকের বাহক ও গ্রাহক যে-ই হোক না কেন, তাকে কোনো রকম ছাড় দেওয়া হবে না।

এ ঘোষণা বাস্তবায়নে যে কোনো সময় অভিযানের প্রতিশ্রুতি দেন সভাপতি। একইসঙ্গে অভিযানে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সংযুক্ত করার কথা বলেন।

সভায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সেবার মান বাড়াতে সিভিল সার্জনকে মনিটরিং জোরদার করার সুপারিশ করা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, শহরে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাক ও কাভার্ড ভ্যান প্রবেশ করতে পারবে না। এ সিদ্ধান্ত বাস্তবায়নে ট্রাফিক পুলিশ যথাযথ দায়িত্ব পালন করবে। এছাড়া ট্রাক মালিক সমিতি এবং ব্যবসায়ী মালিক সমিতিকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অবহিতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

খুলনা মহানগরের রাস্তায় ইজিবাইক, অবৈধ স্থাপনা এবং রাস্তার খোঁড়াখুঁড়িতে ধুলাবালির কারণে জনগণের সীমাহীন দুর্ভোগের বিষয় উল্লেখ করে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য সভায় জোর সুপারিশ করা হয়।

এ প্রসঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ বলেন, প্রতিটি সমস্যা আলাদাভাবে চিহ্নিত করে নির্ধারিত সংস্থাগুলোকে পরিকল্পিতভাবে সমস্যার টেকসই সমাধানে উদ্যোগ নিতে হবে।

সভায় জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সিভিল সার্জন, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কেসিসি’র প্রতিনিধি, র‌্যাব প্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।

সভায় আইন-শৃঙ্খলা বিষয়ক প্রতিবেদনে জানানো হয়, খুলনা মহানগরীর ৮টি থানায় জানুয়ারি মাসে দু’টি ডাকাতি, একটি রাহাজানি, ছয়টি চুরি, দু’টি খুন, অস্ত্র আইনে দু’টি, দ্রুত বিচার আইনে তিনটি, ধর্ষণ একটি, নারী ও শিশু নির্যাতন নয়টি, মাদকদ্রব্য ৭৭টি এবং অন্যান্য ৪৯টিসহ মোট ১৫৬টি মামলা দায়ের হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে এ সংখ্যা ছিল ১৩৮টি।

প্রতিবেদন মতে, জেলার ৯টি থানায় জানুয়ারি মাসে একটি রাহাজানি, তিনটি চুরি, একটি খুন, অস্ত্র আইনে একটি, ধর্ষণ তিনটি, অপহরণ দু’টি, নারী ও শিশু নির্যাতন ১১টি ও মাদকদ্রব্য ৩৩টি এবং অন্যান্য আইনে ৮৪টিসহ মোট ১৩৯টি মামলা দায়ের হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে এ সংখ্যা ছিল ১৩১টি।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এমআরএম/জিপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।