রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত সুজন উপজেলা সদরের পশ্চিমপাড়ার সোহরাব আলীর ছেলে।
সুজনের বাবা সোহরাব আলী বাংলানিউজকে বলেন, নেশার তাড়নায় প্রায়ই পরিবারে উৎপাত করতো সুজন। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দুপুরে তাকে আটক করে থানায় সোপর্দ করি।
নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন সুমন বাংলানিউজকে জানান, দুপুরে ইউএনও মো. লিয়াকত আলীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকাসক্ত সুজনকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
আরবি/