রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর-১৪ নম্বরের মার্কস মেডিকেল কলেজের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ স্মৃতিচারণ করেন।
মার্কস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. ইকবাল আর্সালান, মার্কস গ্রুপের চেয়ারম্যান ফরিদা মাসুদ খান, উপ-ব্যবস্থাপক ডা. ইকবাল মাসুদ খান, মার্কস মেডিকেল কলেজের অধ্যক্ষ মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন প্রমুখ।
আইনমন্ত্রী বলেন, ১৯৯১ সালের পহেলা জানুয়ারি আমার স্ত্রী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ২ জানুয়ারি ইন্তেকাল করেন। আমি জানি সড়ক দুর্ঘটনা কি জিনিস। সড়ক দুর্ঘটনার কি বেদনা আমি ভালো করে জানি।
মন্ত্রী বলেন, সরকার আইন করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করবে, এটা কিন্তু ঠিক না। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করাটা সবাইকে সামাজিকভাবে সচেতন হতে হবে। এজন্য যারা গাড়ি চালান তাদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পদক্ষেপ নেবে। সরকারের পক্ষ থেকে চালক ও হেলপারদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করবো। এসময় তিনি বলেন, গাড়ি চালানোর ক্ষেত্রে স্পিডিং (গতি) বাড়ানোই গাড়ির চালানোর একমাত্র উপায় না। চালকদের মাঝে তারাতারি গন্তব্যে পৌঁছানোর একটা ব্যপার আছে সে বিষয়ে আলোচনা করবো।
আইনমন্ত্রী বলেন, আমাদের যারা চালক, হেলপার প্রায়ই লেখাপড়া জানেন না। আমার মনে হয়, একটা লেভেল পর্যন্ত শিক্ষিত না হলে চালক বা হেলপার হওয়া যাবে না এরকম ব্যবস্থাও আমাদের করতে হবে। আমরা সেই ব্যাপারেও নিশ্চয়ই চিন্তাভাবনা করছি। সরকারের দিক থেকে সড়ক দুর্ঘটনা বন্ধ করার যেসব পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সেগুলো নেবো।
**‘রাষ্ট্রপতির আদেশ পেলে বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট’
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এসএম/বিএস