রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরিশাল নগরের আমানতগঞ্জ এলাকায় এ হাসপাতাল নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহান আরা আবদুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট টিপু সুলতান, বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মো. মারুফ হাসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এস এম রুহুল আমিন, বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের পরিচালক ডা. সিরাজুল ইসলাম, বরিশাল জেলার সিভিল সার্জন ডা. শফিউদ্দিন আহম্মেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য সেবার ব্যাপক উন্নয়ন হয়েছে। সে উন্নয়নের ধারাবাহিকতায় বরিশাল নগরের উত্তরের জনপদের মানুষের কষ্ট লাঘবে এ হাসপাতাল নির্মাণ করা হলো। যার মাধ্যমে শুধু বরিশাল নগর নয়, হিজলা, মুলাদী, মেহেন্দীগঞ্জ ও বাবুগঞ্জসহ বিভিন্ন অঞ্চলের শিশুরা স্বাস্থ্য সেবা পাবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় দুই একর জমির ওপর ২৪ কোটি টাকা ব্যয়ে ১০ তলা ভীতের ওপর চারতলা পর্যন্ত এ হাসপাতাল নির্মাণ করা হবে।
গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের বাস্তবায়নে হাসপাতালের প্রকল্প বাস্তবায়নকাল ২৪ মাস ধরে খান অ্যান্ড সন্স ও সাইদুর রহমান রিন্টুর ঠিকাদারী প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে।
হাসপাতালের প্রথমতলায় থাকবে জরুরি, রেডিওলজি, ডায়াগনস্টিক ও ওষুধ সরবরাহ বিভাগ। দ্বিতীয়তলায় থাকবে আউট ডোর পেসেন্ট ডিপার্টমেন্ট, থেরাপি, ডায়াগনস্টিক ও প্যাথলজি বিভাগ। তৃতীয়তলায় থাকবে নিউনেটাল আইসিউ, অপারেশন ব্লক, কনফারেন্স রুম, অপারেশন পরবর্তী সেবা ব্লক। চতুর্থতলায় থাকবে প্রশাসনিক ব্লক, সাধারণ শিশু ওয়ার্ড, নিউনেটাল কেয়ার ইউনিট, ক্যান্টিন, অপারেশন ব্লক ও কনফারেন্স রুম।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এমএস/আরবি/এসআই