রোববার (১২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপস) জেলা শাখার পক্ষ থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ প্রতীকী অনশন কর্মসূচি পালন হয়।
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের অবস্থিত কোর্ট শহীদ মিনার চত্বরে জেলার ৭২টি ইউনিয়ন পরিষদের সচিব এই কর্মসূচিতে অংশ নেন।
অনশন কর্মসূচিতে সমিতির জেলা শাখার নেতারা তাদের তিন দফা দাবি তুলে ধরেন এবং তা বাস্তবায়নের দাবি জানান।
দাবিগুলো হচ্ছে- ইউনিয়ন সচিব পদ পরিবর্তন করে মূখ্য কর্মকর্তা ও দশম গ্রেড স্কেলে কর্মকর্তার মর্যাদা দেওয়া, বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা সরকারি কোষাগার থেকে দেওয়া এবং আর্থিক নিরাপত্তার জন্য পেনশন প্রদান করা।
দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও সমাবেশে বক্তারা জানান।
বাপসের জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ-হিল-কাফির সভাপতিত্বে বক্তব্য রাখেন- সহ-সভাপতি মাজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, দফতর সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক রেজাউল করিম, সমিতির দুর্গাপুর উপজেলা সভাপতি হাসানুজ্জামান বাবু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এসএস/বিএস