ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় রেলওয়ে দক্ষিণাঞ্চলের সদর দফতর স্থাপনের দাবি

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
খুলনায় রেলওয়ে দক্ষিণাঞ্চলের সদর দফতর স্থাপনের দাবি গণঅবস্থান/ ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় রেলওয়ের সদর ও বিভাগীয় দফতর স্থাপনের দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’র আয়োজনে এ কর্মসূচি পালিত হয় মহানগরীর পিকচার প্যালেস মোড়ে।

সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. নাসির উদ্দিন।

গণঅবস্থান কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করেন।

বক্তারা খুলনা থেকে রেলওয়ের দক্ষিণাঞ্চলের নতুন সদর দফতর ফরিদপুরে করার সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
 
এ সময় বক্তারা বলেন, খুলনা রেলওয়ের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী এলাকা। খুলনায় প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে আধুনিক রেলস্টেশন নির্মাণ এবং খুলনা-কলকাতা, খুলনা মংলা, খুলনা-মংলা-ঢাকা নতুন রেলওয়ে স্থাপনে সরকার কাজ করে যাচ্ছে। সে জন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাই। খুলনা রেলস্টেশনের পাশে নদীপথ ও সড়কপথ এতো কাছে যে, মালামাল ওঠানো-নামানো করা অত্যন্ত সহজ। সে বিবেচনায় খুলনায় রেলওয়ের সদর ও বিভাগীয় দফতর স্থাপনের দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এমআরএম/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।