রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’র আয়োজনে এ কর্মসূচি পালিত হয় মহানগরীর পিকচার প্যালেস মোড়ে।
সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. নাসির উদ্দিন।
বক্তারা খুলনা থেকে রেলওয়ের দক্ষিণাঞ্চলের নতুন সদর দফতর ফরিদপুরে করার সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
এ সময় বক্তারা বলেন, খুলনা রেলওয়ের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী এলাকা। খুলনায় প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে আধুনিক রেলস্টেশন নির্মাণ এবং খুলনা-কলকাতা, খুলনা মংলা, খুলনা-মংলা-ঢাকা নতুন রেলওয়ে স্থাপনে সরকার কাজ করে যাচ্ছে। সে জন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাই। খুলনা রেলস্টেশনের পাশে নদীপথ ও সড়কপথ এতো কাছে যে, মালামাল ওঠানো-নামানো করা অত্যন্ত সহজ। সে বিবেচনায় খুলনায় রেলওয়ের সদর ও বিভাগীয় দফতর স্থাপনের দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এমআরএম/আরআইএস/এমজেএফ