ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাদক-ছিনতাই রোধে পুলিশ কমিশনারের জিহাদ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
মাদক-ছিনতাই রোধে পুলিশ কমিশনারের জিহাদ ঘোষণা সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানায় অনুষ্ঠিত ‘ওপেন হাউস ডে’/ ছবি: বাংলানিউজ

সিলেট: মাদক ও ছিনতাই রোধে জিহাদ ঘোষণা করেছেন সিলেটের নবাগত পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।  

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানায় অনুষ্ঠিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, শুধু মাদক, ছিনতাই নয় সব ধরণের অপরাধ নির্মূল সম্ভব।

তবে এ জন্য জনগণকে সহযোগিতা করতে হবে।

পুলিশ কমিশনার বলেন, পুলিশের একার পক্ষে সব অপরাধ নির্মূল সম্ভব নয়। এজন্য প্রয়োজন সাধারণ মানুষের সহযোগিতা। পুলিশ-জনতা মিলেই সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হবে।

সহকারী কমিশনার নূরুল হুদা আশরাফির সভাপতিত্বে ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তারা সিলেট নগরীর ফুটপাত থেকে হকার উচ্ছেদ, চুরি-ছিনতাইরোধ, শিলং তীর খেলা নামের জুয়া বন্ধে নবাগত পুলিশ কমিশনারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বিভূতি ভূষণ দাসসহ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এনইউ/আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।