রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দেখা যায়, উপজেলার কোনাখোলা মৌজার একটি সরকারি খাস জমিতে স্থাপনা নির্মাণে বাধা দিচ্ছেন উপজেলা ভূমি কার্যালয় কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার কাউসার আহমেদ।
এ ব্যাপারে কাউসার আহমেদ বাংলানিউজকে বলেন, সম্প্রতি কোনাখোলা মৌজার ১৯৬ খতিয়ানের ১৯৩ দাগের ক তালিকাভূক্ত সরকারি খাস জমিতে স্থাপনা নির্মাণ করছিলেন সালাহ উদ্দিন নামে এক ব্যক্তি।
সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন বাংলানিউজকে বলেন, সরকারি খাস জমি উদ্ধার ও রক্ষায় আমরা সব সময় তৎপর। অবৈধভাবে কেউ যাতে সরকারি খাস জমি দখল বা জমা খারিজ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে আমার সহকর্মীদের নির্দেশনা দিয়েছি।
তিনি আরও বলেন, এর আগেও জাল দলিল দিয়ে জমা খারিজ করার অপরাধে আমি একাধিক ব্যক্তিকে কারাদণ্ডাদেশ দিয়েছি। এ ব্যাপার আমরা কঠোরভাবে নজরদারি করছি।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
আরবি/এসআই