ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দেশের প্রথম নারী প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
দেশের প্রথম নারী প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার

ঢাকা: প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে তথ্য অধিদফতরে যোগদান করেছেন কামরুন নাহার।

রোববার (১২ ফেব্রুয়ারি) সদ্য বিদায়ী প্রধান তথ্য কর্মকর্তা ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন।

কর্মজীবন শেষ করায় একই দিন তথ্য অধিদফতরে সদ্য বিদায় নেওয়া প্রধান তথ্য কর্মকর্তা ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সংবর্ধনা ও কামরুন নাহারকে প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।

সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বিসিএস ১৯৮৪ নিয়মিত ব্যাচের কর্মকর্তা কামরুন নাহার এর আগে গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক ছিলেন। চাকরি জীবনে গত ৩১ বছর ধরে তিনি সরকারের বিভিন্ন দফতরে গুরুত্বপূর্ণ পদে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। কামরুন নাহার দুই সন্তানের জননী।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ থেকে মাস্টার্স করার পর তিনি জাতীয় বিশ্ববিদ্যালেয়ের অধীনে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এমআইএইচ/জিপি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।