ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ৫ দাখিল পরীক্ষার্থীকে মারধর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
লক্ষ্মীপুরে ৫ দাখিল পরীক্ষার্থীকে মারধর

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে অটোরিকশা যোগে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে পাঁচ দাখিল পরীক্ষার্থীকে মারধর করেছে স্থানীয় বখাটেরা।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুরের বেড়ীরমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পরীক্ষার্থীরা হলো- রোকনুজ্জামান, তারেক, নিলু আক্তার, স্বর্ণা ও সুমি।

তারা স্থানীয় নবীগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিচ্ছে।

অটোরিকশা চালক সুরাজ মিয়া বাংলানিউজকে জানান, পরীক্ষার্থীদের নিয়ে কেন্দ্রে যাওয়ার পথে পাঁচ/ছয় জন বখাটে যুবক তাদের গতিরোধ করে হামলা চালায়। এ সময় বখাটেরা রোকনুজ্জামান ও তারেককে মারধর করে এবং অপর তিন ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়।

আহত পরীক্ষার্থী রোকনুজ্জামানের মা মোবাশ্বেরা বাংলানিউজকে জানান, রোকনুজ্জামান ও তারেকের সঙ্গে একটি মোবাইল নিয়ে পাশ্ববর্তী এলাকার সাদ্দামের বাকবিতণ্ডা ও মারামারি হয়। সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে তাদের ওপর হামলা চালানো হয়।

নবীগঞ্জ মাদ্রাসার সুপার ও লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের সচিব মাওলানা আবু তাহের বাংলানিউজকে বলেন, দুই ছাত্রকে মারধর ও তিন ছাত্রীকে লাঞ্ছিত করা হয়েছে। তারা আহত অবস্থায় পরীক্ষা দিয়েছে। এ ঘটনায় ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলাপ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এনটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।