ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ড্রেজার মেশিন পুড়ালেন ইউএনও

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
মানিকগঞ্জে ড্রেজার মেশিন পুড়ালেন ইউএনও মানিকগঞ্জে ড্রেজার পুড়ালেন ইউএনও

মানিকগঞ্জ: মানিকগঞ্জে অরঙ্গবাদ এলাকার ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের আপরাধে ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাদত খোন্দকরের নির্দেশে মেশিনটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

অভিযানকালে ড্রেজারের লোকজন পালিয়ে যায়।

পরে পুলিশের সহায়তায় ড্রেজারের মেশিনটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাদত খোন্দকার জানান, ইতোমধ্যে কয়েক দফায় অবৈধ ড্রেজার মেশিন অপসারণ করা হয়েছে। বিকেলে অভিযান পরিচালনা করে দুটি ড্রেজারের মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গে পাইপগুলোও ভেঙে চুরমার করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।