ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘বিশ্ব ব্যাংককে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
‘বিশ্ব ব্যাংককে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে’

জাতীয় সংসদ ভবন থেকে: পদ্মাসেতু নিয়ে মিথ্যা দুর্নীতির অভিযোগ তোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশ্ব ব্যাংককে ক্ষমা চাইতে হবে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।তিনি বলেন, যতদিন পর্যন্ত মাপ চাওয়া না হোক, অর্থমন্ত্রীকে বলব যেন একটা প্রোটেস্ট নোট তাদের (বিশ্বব্যাংকের) কাছে পাঠান।   

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে একথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, সেদিন অর্থায়ন বন্ধ করে আমাদের সময় নষ্ট হয়েছিল, অর্থের অপচয় হয়েছে।

আর সেই নষ্টের কারণ বিশ্ব ব্যাংক। আমি এই সংসদের সাথে সুর মিলিয়ে বলতে চাই। এ জন্য বিশ্ব ব্যাংককে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা চাইতে হবে।  

তিনি বলেন, আর যারা এই মামলার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা কোনো আইনজীবীর কাছে গেলে নিশ্চয়ই সেই আইনজীবী মামলা করার পরামর্শ দেবেন। আইনজীবীরা বলবেন, এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া যায়। এক্ষেত্রে অধিকক্ষেত্র কোনটা হবে। সেইটাও আইনজীবীরা বলে দেবেন। এখানেও অধিকক্ষেত্র হবে, ওখানেও অধিকক্ষেত্র হবে। দুই জায়গায়ই হবে আমি বলে দিলাম। বিনা পয়সায় এর থেকে বেশি আর বলা যাবে না যোগ করেন আইনমন্ত্রী।

তিনি বলেন, আমাদের লাভও হয়েছে। বাংলার মানুষ দেখতে পেরেছে,  ওয়াচ স্টিল দেয়ার লিডার ইজ মেড অন শেখ হাসিনা। শেখ হাসিনার কি দৃঢ়চিত্র সেটা প্রমাণ পেয়েছে। শেখ হাসিনার আত্ম মর্যাদা জ্ঞান কতটুকু সেটার প্রমাণ পেয়েছে। আমরা আজ নিজের পায়ে দাঁড়িয়ে বলতে পেরেছি আমরা পদ্মা সেতু করছি।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এসএম/এসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।