রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সেন্ট্রাল ক্যাম্পিং’র ১২তম দিনে উপস্থিত থেকে রংপুর-৫ আসনের সাংসদ রাশেক রহমান ক্যাডেটদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনসিসির ক্যাডেটদের নৈতিক চরিত্রের উন্নয়ন ও নেতৃত্বের গুনাবলী অর্জনের লক্ষ্যে মৌলিক সামরিক প্রশিক্ষণের পাশাপাশি দেশের প্রতিটি ক্ষেত্রে তারুণ্য শক্তিকে কাজে লাগাতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- ব্রিগেডিয়ার জে. এস এম ফেরদৌস ও অন্যান্য সামরিক কর্মকর্তাগণ।
১২ দিনব্যাপী বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর’র বার্ষিক ক্যাম্পিং এ বিভিন্ন বিম্ববিদ্যালয়, কলেজ, স্কুলের মোট ৬৫০ জন পুরুষ ও মহিলা ক্যাডেটসহ ৫০ জন বিটিএফও, পিইউও, টিইউও অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এনটি