ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তরুণরা নিষ্ঠার সঙ্গে কাজ করলে দেশ এগিয়ে যাবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
তরুণরা নিষ্ঠার সঙ্গে কাজ করলে দেশ এগিয়ে যাবে রাশেক রহমান

আশুলিয়া, সাভার: দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে। তার সঙ্গে বিএনসিসির প্রতিটি ক্যাডেট সমৃদ্ধি দেশ গঠনে ভূমিকা পালন করবে।

রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সেন্ট্রাল ক্যাম্পিং’র ১২তম দিনে উপস্থিত থেকে রংপুর-৫ আসনের সাংসদ রাশেক রহমান ক্যাডেটদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনসিসির ক্যাডেটদের নৈতিক চরিত্রের উন্নয়ন ও নেতৃত্বের গুনাবলী অর্জনের লক্ষ্যে মৌলিক সামরিক প্রশিক্ষণের পাশাপাশি দেশের প্রতিটি ক্ষেত্রে তারুণ্য শক্তিকে কাজে লাগাতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- ব্রিগেডিয়ার জে. এস এম ফেরদৌস ও অন্যান্য সামরিক কর্মকর্তাগণ।

১২ দিনব্যাপী বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর’র বার্ষিক ক্যাম্পিং এ বিভিন্ন বিম্ববিদ্যালয়, কলেজ, স্কুলের মোট ৬৫০ জন পুরুষ ও মহিলা ক্যাডেটসহ ৫০ জন বিটিএফও, পিইউও, টিইউও অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।