রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, অগ্রণী ব্যাংকের মাদারীপুরের কালকিনি শাখার ক্যাশ অফিসার সম্রাট মিয়া এমপিওভুক্ত শিক্ষকদের টাকা আত্মসাত করেছেন।
‘এ মামলায় আরও দু’জন আসামি পলাতক রয়েছেন। তদন্তে আসামি সম্রাট মিয়ার সম্পৃক্ততা পাওয়ায় দুদক তাকে আটক করেছে’- যোগ করেন প্রণব কুমার ভট্টাচার্য।
জানা যায়, দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আসামিকে আটক করেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) তাকে আদালতে হাজির করা হবে।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এসজে/জিপি/টিআই