ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অর্থ আত্মসা‍ৎ মামলায় অগ্রণী ব্যাংক কর্মকর্তা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
অর্থ আত্মসা‍ৎ মামলায় অগ্রণী ব্যাংক কর্মকর্তা আটক

ঢাকা: এমপিওভুক্ত শিক্ষকদের ১৯ লাখ ৫৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ফরিদপুর থেকে অগ্রণী ব্যাংকের সম্রাট মিয়া নামে এক কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, অগ্রণী ব্যাংকের মাদারীপুরের কালকিনি শাখার ক্যাশ অফিসার সম্রাট মিয়া এমপিওভুক্ত শিক্ষকদের টাকা আত্মসাত করেছেন।

এমন অভিযোগের ভিত্তিত গত বছরের ১৭ নভেম্বর ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে মাদারীপুরের কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নম্বর ২২।

‘এ মামলায় আরও দু’জন আসামি পলাতক রয়েছেন। তদন্তে আসামি সম্রাট মিয়ার সম্পৃক্ততা পাওয়ায় দুদক তাকে আটক করেছে’- যোগ করেন প্রণব কুমার ভট্টাচার্য।

জানা যায়, দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আসামিকে আটক করেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) তাকে আদালতে হাজির করা হবে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এসজে/জিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।