রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন- বাপসা দিনাজপুর জেলা শাখার সভাপতি একেএম হাসান নুর জামান, সাধারণ সম্পাদক মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি রবিউল ইসলাম, বিষ্ণু পদ সরকার, আনিসুর রহমান, রাজিউর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মাজহারুল ইসলাম, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান, নির্বাহী সদস্য মাসুদা আক্তার প্রমুখ।
এসময় আন্দোলনকারীরা বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবের পদবি পরিবর্তন করে মুখ্য কর্মকর্তা করা, ১০ম গ্রেড স্কেলের কর্মকর্তার মর্যাদা এবং বেতন-ভাতাসহ যাবতীয় সুবিধাদি শতভাগ সরকারি কোষাগার থেকে দিতে হবে। দাবি আদায় না হলে ২ এপ্রিল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টা আমরন অনশনসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এনটি/এসআই