রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন তাদের বহিষ্কার করেন।
বহিষ্কৃত শিক্ষকরা হলেন- সঞ্জয় কুমার মিত্র, জগদীশ চন্দ্র মজুমদার, নন্দিতা মিস্ত্রী, শ্যামল অধিকারী, বজলুর রহমান, নিল কমল হালদার, তাসরুবা সুলতানা, আমির হোসেন, মো. ইছাহাক, সঞ্জয় কান্তি, টুলু ইয়াসমিন, এইচএম শাহ আলম, গোপাল চন্দ্র শীল, খাদিজা আক্তার ও মিজানুর রহমান।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, কর্তব্য অবহেলার কারণে ওই শিক্ষকদেরকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজন পরীক্ষার খাতা টানলেও কয়েক মিনিট পরে তা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এনটি