তিনি বলেন, বিশ্ব ব্যাংকই বড় (করাপটেপড) দুর্নীতিগ্রস্ত। তারা দুর্নীতির ওপর দাঁড়িয়ে আছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে। সেই স্বাধীন জাতিকে অপমান করতে পারে, সেই শক্তি আল্লাহ বিশ্ব ব্যাংকে দেয়নি। বিশ্ব ব্যাংককে যারা পরিচালনা করে তারা লম্বা লম্বা কথা বলে।
টিআইবি’র উদ্দেশে তিনি বলেন, টিআইবি তাদের স্টেটমেন্টে বলেছে বিশ্ব ব্যাংকের কাছে সরকারের ব্যাখ্যা চাওয়া উচিত। আমি তাদের বলতে চাই, আপনারা বিশ্ব ব্যাংকের কাছে কৈফিয়ৎ চান না কেন? আমাদের তো প্রমাণ হয়ে গেছে। আপনারা একটা কিছু হলেই সরকারের কাছে ব্যাখা চাইতে বলেন। আপনারা চান? আমি জানি আপনারা ব্যাখা চাইতে পারবেন না, কারণ আপনারা তাদের টাকায় চলেন। আপনারা তো ওই সময় অনেক কথা বলেছিলেন। ওই সময় আরও কলকাঠি নেড়েছিল ড. মোহাম্মদ ইউনূস।
মতিয়া চৌধুরী বলেন, শুধু বিশ্ব ব্যাংক না। যেকোনো সংস্থারই আজ উল্টাপাল্টা অবস্থা। আমি বলব তারা যেন কোনো কিছু পাথরের চোখ দিয়ে না দেখেন। তারা যেন ঘুষখোর ও সুদখোর লোকের আচরণ না করেন। আমাদের সম্পর্কে কেউ যেন খবরদারি করতে না আসে। বিশ্ব ব্যাংকই বড় (করাপটেপড) দুর্নীতিগ্রস্ত। তারা দুর্নীতির ওপর দাঁড়িয়ে আছে।
আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন, বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে মামলা করতে হবে। আজ একছর পিছিয়ে দেওয়ার কারণে যে অতিরিক্ত ১ বিলিয়ন ডলার খরচ হচ্ছে, এই টাকা বিশ্ব ব্যাংককে দিতে হবে। আবুল হোসেন ও মশিউর রহমানকেও বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে মামলা করা উচিত।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এসএম/এসকে/পিসি
**পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগকারীরা দেশের শত্রু