তিনি বলেন, এই সংসদে বিশ্বব্যাংকের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নেওয়া উচিত। আর যারা এই অভিযোগ নিয়ে হইচই করেছিল, কথা বলেছিল তাদেরকে জাতীয় সংসদে সংসদীয় স্থায়ী কমিটিতে ডাকতে হবে।
রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংসদীয় স্থায়ী কমিটির তাদের ডাকার ক্ষমতা আছে। সে ড. মোহাম্মদ ইউনূস ই হোক আর যেই হোক তাদের ডাকার ব্যবস্থা করতে হবে। বিএনপি একটি নির্লজ্জ দল, তারা এটা নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করেছিল। তাদেরকেও ডাকতে হবে।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এধরনের অভিযোগকারীদের সংসদে ডাকা হয়। জবাবদিহিতার মধ্যে আনা হয়। তাই এই অভিযোগকারীদের সংসদে ডাকতে হবে। যাতে ভবিষতে আর মিথ্যা অভিযোগ করতে না পারে। সংসদে ডেকে আনতে হবে প্রেস থাকবে, বিশ্বের মানুষ দেখবে। এরা যাতে ভবিষতে আর কাউকে হেয় করতে না পারে।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এসএম/এসকে/পিসি