রংপুর বেতারের শিল্পী কুড়িগ্রামের কৃতিসন্তান আধুনিক বাংলা গানের শিল্পী জেমী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রায় সাত মাস ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
জেসিকা ইয়াসমিন জেমীর দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া একমাত্র শিশু কন্যা ফিহা মায়ের জন্য অপেক্ষার প্রহর গুনছে, কবে সুস্থ্য হয়ে ফিরবে তার মা।
স্বামী রাশেদুজ্জামান রাশেদ বাংলানিউজকে জানান, জেমীকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকগণ। তার উন্নত চিকিৎসার জন্য প্রায় আট লাখ টাকা প্রয়োজন। স্ত্রীর চিকিৎসা ব্যয় বহন করতে করতে এখন তিনি নিঃস্ব প্রায়।
জেমীকে বাঁচাতে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিছেন তার একমাত্র শিশুকন্যাসহ পরিবারের সদস্যরা।
সাহায়তা পাঠাবার ঠিকানা- মর্জিনা বেগম জেলী, সঞ্চয়ী হিসাব নং- ১৪৬৫৬, আগ্রণী ব্যাংক লিমিটেড, চিলমারী শাখা, কুড়িগ্রাম। মোবাইল নম্বর- ০১৭৭৭১৬৮৭৫৩।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এনটি