রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় এ মামলা দায়ের করেন।
বিপ্লব শার্শার উলাশি ইউনিয়নের জিরেনগাছা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং নাভরণ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
এদিকে, হত্যার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মরদেহ ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। এই হত্যার বিরুদ্ধে আওয়ামী লীগের একটি অংশ ও কলেজের ছাত্র-ছাত্রীরা উপজেলায় প্রতিবাদ সমাবেশ করেছে।
এমপি গ্রুপের শার্শার উলাশি ইউনিয়নের চেয়ারম্যান আয়নাল হক বাংলানিউজকে জানান, সামান্য বিষয় নিয়ে এ ঘটনা ঘটেছে। এর সঙ্গে রাজনৈতির কোনো সম্পর্ক নেই।
শার্শা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন বাংলানিউজকে জানান, আওয়ামী লীগের দুই গ্রুপের রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শার্শার জিরেনগাছা গ্রামের ইউপি সদস্য হাসান মেম্বারকে প্রধান আসামি করে ১৪ জনের নামে মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় এমপি শেখ আফিল উদ্দিন গ্রুপের জিরানগাছা গ্রামের হাসান মেম্বারের সঙ্গে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের গ্রুপের সদস্য বিপ্লবের রাজনৈতিক দ্বন্দ্ব ছিলো। শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মাটিকুমড়া গ্রমে ধর্মীয় সভা শুনতে যান বিপ্লব। এ সময় হাসান মেম্বার ও তার লোকজনের সঙ্গে বিপ্লবের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তারা বিপ্লবকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এজেডএইচ/এনটি