রোববার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত নাসিমা ফেরদৌসীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী সংসদে তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, গত তিন মাস ধরে মামলার তদন্তকারী কর্মকর্তার জেরা চলছে।
হাজেরা খাতুনের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে ২০১৪ সাল থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত ৪০ লাখ ৬৪ হাজার ৫০০ মামলা নিষ্পত্তি হয়েছে।
মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার (কুমিলা-১) এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বর্তমান সরকার দেশের আদালতে মামলা জট কমিয়ে বিচার কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। বিচারকার্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার ভোলা, চট্টগ্রাম, বরিশাল, কুষ্টিয়া, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কক্সবাজার এবং নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় সর্বমোট ১৫টি চৌকি আদালত স্থাপন করেছে।
তিনি আরও বলেন, সারাদেশে ৪১টি নারী ও শিশু নির্যাতনের অপরাধ দমন ট্রাইব্যুনাল সৃজিত হবে এবং এ সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। এছাড়া দেশে ১১২ টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ২১৪ টি সহকারী জজ আদালত, ৩৪৬ টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট , সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহায়ক পদ এবং ১৯ টি পরিবেশ আদালত ও ০৬ টি পরিবেশ আপিল আদালত সৃজনের বিষয়টি প্রক্রিয়াধীন। উক্ত আদালত এবং সহায়ক পদগুলো সৃজিত হলে মামলা নিষ্পত্তি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এসকে/এসএম/পিসি