ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে ১৪ স্বর্ণের বারসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
বেনাপোল সীমান্তে ১৪ স্বর্ণের বারসহ আটক ১ বিজিবি সদস্যদের হাতে আটক বজলুর রহমান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): ভারতে পাচারের সময় বেনাপোল বাজার থেকে ১৪টি স্বর্ণের বারসহ বজলুর রহমান (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক বজলুর বহমান বেনাপোল পৌরসভার বড়আচড়া গ্রামের নেসার আলী মন্ডলের ছেলে।

রোববার (১২ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে বেনাপোল বাজারের চুরিপট্টি থেকে তাকে আটক করে বিজিবি ২১ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের সদস্যরা।

দৌলতপুর ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুস সামাদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপাল বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি সদস্যরা। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ১৪ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এজেডএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।