ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
শার্শায় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগ কর্মী বিপ্লব (২০) হত্যা মামলার আসামি রাজুকে (২৩) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার কাজিরবেড় গ্রামে অভিযান চালিয়ে  একটি ওয়ান শুটারগান ও এক রাউণ্ড গুলিসহ তাকে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ। গ্রেফতার রাজু মাটিপুকুর গ্রামের মিয়াজ উদ্দিনের (নেদা) ছেলে।

পুলিশ জানায়, দলীয় কোন্দলের জের ধরে গত ১১ ফেব্রুয়ারি রাতে শার্শায় ছাত্রলীগ কর্মী বিপ্লবকে পিটিয়ে হত্যা করে একটি পক্ষ। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন বিপ্লবের বাবা নজরুল ইসলাম। পরে গোপন সংবাদে ভিত্তিতে রোববার ওই এলাকায় অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করা হয়।

শার্শা থানার উপ পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন বাংলানিউজকে জানান, আসামি রাজুকে অস্ত্র আইনে মামলা দিয়ে সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এজেডএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।