ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

ফরিদপুর: চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর পাশে ফুটবল খেলতে গিয়ে নিখোঁজ এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মধ্যে শাওন সরকার (২৩) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মিজানুর রহমান মিন্টু (২৪) নামে আরেক শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ।

স্থানীয়রা জানান, এশিয়া প্যাসেফিক বিশ্ববিদ্যালয়ের ৩৪ শিক্ষার্থী শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে দোহারের মৈনটঘাটে বেড়াতে আসে। এক পর্যায়ে তারা ট্রলার যোগে ফরিদপুরের চরভদ্রাসনের একটি চরে যান তার। বিকেলে সেখানে স্থানীয়দের সঙ্গে ফুটবল খেলায় অংশ নেয়। খেলার এক পর্যায়ে নদীর পানিতে বল পড়ে গেলে ৪ শিক্ষার্থী সেটি আনতে যায়।

এসময় দুই শিক্ষার্থী তীরে আসতে সক্ষম হলেও মিজানুর রহমান মিন্টু ও শাওন সরকার পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে তাদের উদ্ধার করতে পারেনি।

খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ও ফরিদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার রাতে এবং শনিবার (১১ ফেব্রুয়ারি) দিনভর খোঁজ করেও নিখোঁজদের উদ্ধার করতে পারেনি।

পরে রোববার সন্ধ্যা ৭টার দিকে চরভদ্রানের চরঝাউকান্দা ২নম্বর মৌজার পদ্মা নদী থেকে দুই শিক্ষার্থীর মধ্যে শাওন সরকারের মরদেহ উদ্ধার করা হয়।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভক্ত জানান, পদ্মা পাড়ে ফুটবল খেলতে গিয়ে পানিতে তলিয়ে যাওয়া দুই শিক্ষার্থীর মধ্যে শাওন নামে একজনে‍র মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেক শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।