সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে দুদকের উপ পরিচালক মোরশেদ আলমের নেতৃত্বে দুদকের একটি টিম মিরপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করে।
বাকি আটক দুইজন হলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহাকরী পরিচালক মোফাজ্জল হোসেন।
মোরশেদ আলম বলেন, মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন পর্যায়ের নিয়োগে কর্মকর্তাদের সিলেকশন গ্রেড দিয়ে সরকারের ১ কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাৎ করেন তিনি।
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এসজে/বিএস
।