ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ আটক ৩ এইচ এম তায়েহিদ জামাল

ঢাকা: অর্থ আত্মসাতের মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার এইচ এম তায়েহিদ জামালসহ তিন জনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে দুদকের উপ পরিচালক মোরশেদ আলমের নেতৃত্বে দুদকের একটি টিম মিরপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করে।

বাকি আটক দুইজন হলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহাকরী পরিচালক মোফাজ্জল হোসেন।

মোরশেদ আলম বলেন, মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন পর্যায়ের নিয়োগে কর্মকর্তাদের সিলেকশন গ্রেড দিয়ে সরকারের ১ কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসা‍ৎ করেন তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এসজে/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।