ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট সীমান্তে ৭ ভারতীয় গরু উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
সিলেট সীমান্তে ৭ ভারতীয় গরু উদ্ধার সাতটি ভারতীয় গরু উদ্ধার

সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্তে সাতটি ভারতীয় গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে সীমান্তের ভিতরগোল এলাকা থেকে গরুগুলো উদ্ধার করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের টহল দল।

বিজিবির বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার মনিরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাকারবারীরা ভারত থেকে সাতটি গরু নিয়ে আসছে। ভোরে ওই এলাকায় অভিযান চলিয়ে গরুগুলো উদ্ধার করা হয়। তবে বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এনইউ/জিপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।