সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে সীমান্তের ভিতরগোল এলাকা থেকে গরুগুলো উদ্ধার করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের টহল দল।
বিজিবির বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার মনিরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাকারবারীরা ভারত থেকে সাতটি গরু নিয়ে আসছে। ভোরে ওই এলাকায় অভিযান চলিয়ে গরুগুলো উদ্ধার করা হয়। তবে বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এনইউ/জিপি/এইচএ