সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে শাহজাদপুর উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাসিবুল হক এ আদেশ দেন।
রিমান্ডের আদেশপ্রাপ্ত আসামিরা হলেন, পৌর মেয়র হালিমুল হক মীরু, তার ভাই হাবিবুল হক মিন্টু, কে এম নাসির উদ্দিন, হযরত আলী, নজরুল ইসলাম ও মানিক।
শাহজাদপুর উপজেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর মেয়র গ্রুপের সঙ্গে ছাত্রলীগের একাংশের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে পরদিন ৩ ফেব্রুয়ারি মারা যান সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। এ ঘটনায় ওইদিন রাতে নিহতের স্ত্রী নুরুন নাহার বেগম বাদী হয়ে মেয়র হালিমুল হক মীরু ও তার ভাইসহ ১৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
৫ ফেব্রুয়ারি রাতে ঢাকার শ্যামলী এলাকা থেকে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের সহায়তায় মেয়র হালিমুল হক মীরুকে গ্রেফতার করে ঢাকা মেট্টোপলিটন পুলিশ।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
আরএ