রোববার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. হাসিবুর রহমান বলেন, রোববার রাত ৯টার দিকে আগুনের কবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে ওই গুদামের রুল কাপড় পুড়ে আনুমানিক ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার সূত্রপাত জানা যায়নি। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
আরএস/বিএস