রোববার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার বৈখর ময়না মোল্লার কাঠবাদাম এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বাংলানিউজকে জানান, রোববার বিকেল সাড়ে ৫টায় মুন্সীগঞ্জ দক্ষিণ কোর্টগাঁও এলাকা থেকে শাহজালাল মিজিকে গ্রেফতার করা হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই মো. হেমায়েত মোল্লা (৩৭), পুলিশ কনস্টেবল মোহাম্মদ সোয়েব মিয়া (২৫) ও পায়ে গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল সোহরাব হোসেন (২৮)। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাস্থল থেকে পুলিশ ২টি পিস্তল, ২টা চাইনিজ কুড়ালসহ দেশি অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়েছে। মিজি ২২ মামলার পলাতক ও ৭ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
আরএ