ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবলীগ কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবলীগ কর্মী নিহত

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগ কর্মী শাহজালাল মিজি (২৮) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিন পুলিশ সদস্য।

রোববার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার  বৈখর ময়না মোল্লার কাঠবাদাম এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বাংলানিউজকে জানান, রোববার বিকেল সাড়ে ৫টায় মুন্সীগঞ্জ দক্ষিণ কোর্টগাঁও এলাকা থেকে শাহজালাল মিজিকে গ্রেফতার করা হয়।

গভীর রাতে তাকে নিয়ে মুন্সিগঞ্জ সদরের বৈখর ময়না মোল্লার কাঠ বাগানে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় শাহজালাল বাহিনী পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। এসময় শাহজালাল মিজি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এসময় তিনজন পুলিশ আহত হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই মো. হেমায়েত মোল্লা (৩৭), পুলিশ কনস্টেবল মোহাম্মদ সোয়েব মিয়া (২৫) ও পায়ে গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল সোহরাব হোসেন (২৮)।   মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থল থেকে পুলিশ ২টি পিস্তল, ২টা চাইনিজ কুড়ালসহ দেশি অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়েছে। মিজি ২২ মামলার পলাতক ও ৭ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।