সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় আজিজকে ও সাড়ে ১০টায় রহিমা খাতুনকে ও সোয়া ১১টায় আমিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৃত আনসার সদস্যের সহকর্মী মহিউদ্দিন বাংলানিউজকে জানান, আজিজের গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়।
গতকাল রাতে ডিউটি শেষে রাত ১২টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে নাস্তা খাওয়ার জন্য ডাকা হলে তিনি কোনো সাড়া দেননি। পরে তাকে ঢামেকে আনার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, মৃত বৃদ্ধা রহিমা খাতুনের একমাত্র মেয়ে শাহানা বেগম জানান, তারা বংশালে মানসী সিনেমা হল সংলগ্ন টেকেরহাট এলাকায় ৪/৪ নম্বর তৃতীয় তলা একটি বাসায় থাকেন। সকাল ৬টার দিকে তিনি বাথরুমে যাওয়ার জন্য নিচে নামছিলেন। এ সময় মাথা ঘুরে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আমিনের সহকর্মী পারভেজ জানান, তারা মিরপুর টোলারবাগ ২ নম্বর গেটের একটি আটতলা ভবনের তিন তলায় জানালার গ্রিল লাগানোর কাজ করছিলেন। অসাবধানতাবশত হঠাৎ করে আমিন লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। পরে তাকে ঢামেক হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া তিনজনের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে।
ময়না তদন্তের জন্য মৃতদেহগুলো মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এজেডএস/এএটি/আরআই