সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মাগুরা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে ১০ চাকার ট্রাকসহ দুটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান সীমাখালী ব্রিজ পার হচ্ছিলো।
তিনি জানান, এ ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। তবে খুলনা, যশোর, সাতক্ষীরা, বেনাপোল থেকে যাতায়াতকারী যানবাহনগুলোকে বিকল্প হিসেবে ঝিনাইদহ হয়ে প্রায় ৩০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যাতায়াত করছে।
আহতদের চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে অতিরিক্তি পুলিশ সুপার তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হলেও এ ঘটনায় কেউ নিহত হয়নি। দুই জেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় পুলিশ ও ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে রয়েছে। উদ্ধার তৎপরাতা চালানোর জন্য ক্রেনসহ ভারী যন্ত্রপাতি আনার ব্যবস্থা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭ অপডেট: ১৫৪৬ ঘণ্টা
এনটি/আরএ