ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় বিশ্ব বেতার দিবস পালিত

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
খুলনায় বিশ্ব বেতার দিবস পালিত খুলনায় বিশ্ব বেতার দিবস পালিত

খুলনা: বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রের উদ্যোগে পালিত হয়েছে জাতিসংঘ ঘোষিত বিশ্ব বেতার দিবস-২০১৭।

সোমবার (১৩ ফেব্রুযারি) সকাল সাড়ে ১০টায় দিবসের র‌্যালির উদ্বোধন করেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. বশির উদ্দিন।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘তুমিই বেতার’।

ৠালিতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের ভারপ্রাপ্ত আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, আঞ্চলিক প্রকৌশলী বিভাংশু কুমার সাহাসহ সরকারি কর্মকর্তা, বেতারের কর্মকর্তা-কর্মচারী, শিল্পী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে আঞ্চলিক পরিচালকের নেতৃত্বে র‌্যালিটি বেতার থেকে শুরু হয়ে শিববাড়ি হয়ে পুনরায় বেতার কেন্দ্রে  এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এমআরএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।