সোমবার (১৩ ফেব্রুযারি) সকাল সাড়ে ১০টায় দিবসের র্যালির উদ্বোধন করেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. বশির উদ্দিন।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘তুমিই বেতার’।
ৠালিতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের ভারপ্রাপ্ত আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, আঞ্চলিক প্রকৌশলী বিভাংশু কুমার সাহাসহ সরকারি কর্মকর্তা, বেতারের কর্মকর্তা-কর্মচারী, শিল্পী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে আঞ্চলিক পরিচালকের নেতৃত্বে র্যালিটি বেতার থেকে শুরু হয়ে শিববাড়ি হয়ে পুনরায় বেতার কেন্দ্রে এসে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এমআরএম/বিএস