ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় ফয়জার রহমান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে পার্বতীপুর শহরের কাছে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের হ্যাচারি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

ফয়জার রহমানের বাড়ি পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের খিয়ারপাড়ার সরকারপাড়া গ্রামে।

ট্রাকের হেলপার মমিনুল বাংলানিউজকে জানান, ট্রাকটি নারায়ণগঞ্জ থেকে সিমেন্ট নিয়ে পার্বতীপুর যাচ্ছিল।

পথে হ্যাচারী বাইপাস মোড়ে দাঁড়ায়। এর পরপরই দুই-তিনজন যাত্রী নিয়ে একটি ভ্যান এসে ট্রাকটির পেছনে দাঁড়ায়। এসময় দিনে শহরে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকার বিষয়টি জানতে পেরে চালক ট্রাকটি পেছনে নিতে শুরু করেন। এতে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে পেছনে থাকা ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ভ্যান যাত্রী ফয়জার রহমান রাস্তায় ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও হেলপার মমিনুলকে ধরে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেনের জিম্মায় রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।