সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুহাম্মদ শাহাদত খন্দকার এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-সদর উপজেলার বেওথা এলাকার দুলাল রবিদাসের ছেলে সুজন রবিদাস (২৪)।
মানিকগঞ্জ মাদকদ্রব্য অধিদপ্তরের ইনচার্জ সাইফুল বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্তরা নিজ নিজ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের ছয় মাস করে কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
আরএ