ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে দুদক কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ১ জন বরখাস্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
সিলেটে দুদক কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ১ জন বরখাস্ত

ঢাকা: সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারীকে ঘুষের টাকাসহ আটক করার পর দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত অফিস সহকারী আব্দুল আজিজকে।

গত ৯ ফেব্রুয়ারি সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের ব্যবসা–বাণিজ্য শাখার অফিস সহকারী আব্দুল আজিজকে হাতেনাতে ঘুষের টাকাসহ আটক করার পর হামলার শিকার হন সিলেটের দুদক কর্মকর্তারা।  

এ ঘটনায় গত ৯ ফেব্রুয়ারি রাতে সিলেটের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন দুদকের সিলেট কার্যালয়ের পরিচালক শারমিন পারভীন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আজিজকে চাকরি থেকে বরখাস্ত এবং জেলা প্রশাসক জয়নাল আবেদিনকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই টিমে দুদকের একজন কর্মকর্তা থাকবেন বলে জানা গেছে। প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো.সাফায়েত মাহবুব চৌধুরী স্বাক্ষর করেছেন। যার স্মারক নম্বর ০৪.০০০০০০.৫১১২৭.১২১.১৫১১২।

গত ৯ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় তলায় ৩০৭ নম্বর কক্ষে আজিজকে নগদ ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক করেন দুদকের (সিলেট) আঞ্চলিক পরিচালক শিরিন পারভীনের নেতৃত্বে একটি দল। এ সময় তাদের ওপর হামলা চালান জেলা প্রশাসক কার্যালয়ের কতিপয় কর্মকর্তা কর্মচারী। তাদের হামলায় আহত হন দুদকের তিন কর্মকর্তা। জেলা প্রশাসনের কর্মকর্তা ও দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ সময় উপস্থিত থাকলেও তাদের কোনো ভূমিকা ছিল না বলে অভিযোগ করেন ভুক্তভোগী দুদক কর্মীরা।  

 বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩,২০১৭
এসজে/আরআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।