ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ১৫০০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
গোবিন্দগঞ্জে ১৫০০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ নারী আটক

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৫০০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ ভারতী রানী (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

ভারতী রানী পাশের দিনাজপুর জেলার খিতিশ কর্মকারের স্ত্রী।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভারত থেকে পাচার করে আনা নেশা জাতীয় ইনজেকশন দিনাজপুর থেকে লোকাল বাসে করে অন্য এলাকায় নেওয়া হচ্ছিল। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ বকচর এলাকায় একটি বাস থামিয়ে তল্লাশি চালায়। এসময় বাসের যাত্রী ভারতী রানীর ব্যাগে ১৫০০ পিস নেশা জাতীয় ইনজেকশন পাওয়ায় তাকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ভারতী রানীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।