ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় মাদক ও বাল্যবিয়েকে লালকার্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
নওগাঁয় মাদক ও বাল্যবিয়েকে লালকার্ড

নওগাঁ: ‘মাদক ও বাল্যবিয়েকে লালকার্ড’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নওগাঁ সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে লাল-সবুজ নামের একটি সামাজিক সংগঠন এ সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোজাম্মেল হক।

এ সময় বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন ও লাল-সবুজ সংঘের সভাপতি কাওসার আলম।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, মাদক ও বাল্যবিয়ের সঙ্গে কোনো আপোষ নয়। তাই সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে ও আন্দোলন গড়ে তুলতে হবে।

পরে কলেজটির প্রায় ৩০০ শিক্ষার্থীকে মাদক ও বাল্যবিয়ে না করার শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।