সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আটক করা হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. আল আমিন।
তিনি বাংলানিউজকে জানান, হাবিবুর সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছেন।
এসময় তিনি অস্বীকার করলে তার দেহ তল্লাশি করে তার দুই রানের অ্যানলেট থেকে ২৮টি, ম্যানিব্যাগ থেকে ৬টি ও সাইড ব্যাগ থেকে ১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম। সবমিলিয়ে তার কাছ থেকে সাড়ে তিন কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এসজে/আরআর/পিসি