ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে সাড়ে তিন কেজি স্বর্ণসহ আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
শাহজালালে সাড়ে তিন কেজি স্বর্ণসহ আটক ১

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে তিন কেজি স্বর্ণসহ হাবিবুর রহমান (২৬) নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আটক করা হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. আল আমিন।
 
তিনি বাংলানিউজকে জানান, হাবিবুর সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছেন।

কিন্তু তিনি রুট বদলে ব্যাংকক হয়ে দুপুর ১২.৪৫ মিনিটে বিজি ৩০২ বিমানে করে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। হাবিবুর গ্রিন চ্যানেল অতিক্রম করলে তার কাছে কোনো স্বর্ণ আছে কিনা জানতে চাওয়া হয়।
 
এসময় তিনি অস্বীকার করলে তার দেহ তল্লাশি করে তার দুই রানের অ্যানলেট থেকে ২৮টি, ম্যানিব্যাগ থেকে ৬টি ও সাইড ব্যাগ থেকে ১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম। সবমিলিয়ে তার কাছ থেকে সাড়ে তিন কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এসজে/আরআর/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।