সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পিটিআই এলাকা থেকে তাকে আটক করা হয়।
আনারুল ইসলাম জাফর উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া বিসিক এলাকার মহির উদ্দিনের ছেলে।
আদিতমারী থানার সহকারী উপ পরিদর্শক (এসআই) মাসুদুর রেহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিটিআই এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১২ পিস ইয়াবাসহ আনারুলকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বাংলানিউজকে জানান, আনারুল ইসলাম জাফরকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এনটি