ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী জাহাজ পাঠিয়েছে মালয়েশিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী জাহাজ পাঠিয়েছে মালয়েশিয়া মন্ত্রিসভার বৈঠক

ঢাকা: বাইরে থেকে প্রথমবারের মতো বাংলাদেশে অবস্থানরত মায়ানমারের রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী জাহাজ পাঠিয়েছে মালয়েশিয়া সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৩ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।  

মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘আপনাদের সহযোগিতা দরকার।

মালয়েশিয়া সরকার বাইরে থেকে প্রথমবারের মতো রোহিঙ্গাদেরকে ত্রাণ হিসাবে সাহায্য পাঠিয়েছে। সে দেশের প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে এ সাহায্য পাঠিয়েছেন’।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, একটি জাহাজ কুতুবদিয়ার বর্হিনোঙ্গরে নোঙর করেছে। ওখান থেকে লাইটারেজ জাহাজে কক্সবাজারে নিয়ে এসে সরাসরি ক্যাম্পগুলোতে ত্রাণ বিতরণ করা হবে।

কী পরিমাণ পাঠানো হয়েছে- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমরা এখনও জানি না। তবে পর্যাপ্ত পরিমাণে সাহায্য পাঠিয়েছে তারা’।

ত্রাণ বিতরণ কার্যক্রমের সংবাদ কাভারের জন্য সাংবাদিকদের সহায়তা চেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব।

তিনি বলেন, ‘আপনাদের প্রত্যেকের সহযোগিতাটা হলো, এটিকে হাইলাইট করা, যেখানে অবস্থান নেয় তারা। সংবাদ মাধ্যমে প্রচার করা যে, মালয়েশিয়ান সরকার রোহিঙ্গাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে’।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এমআইএইচ/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।