ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে হেরোইনসহ বিক্রেতা আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
সৈয়দপুরে হেরোইনসহ বিক্রেতা আটক

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে হেরোইনসহ আব্বাস মাছুয়া (২৫) নামে এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তাকে আটক করা হয়। তার বাড়ি শহরের হাতিখানা মাছুয়াপাড়া এলাকায়।

সৈয়দপুর থানার উপ পরিদর্শক (এসআই) অলককান্ত রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নিচু কলোনি থেকে হেরোইন বিক্রির সময় আব্বাস আলীকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

আটক হেরোইন বিক্রেতার বাবার নাম আব্দুর রহিম।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।