ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পোশাক ও বস্ত্র শিল্পের উন্নয়নে বস্ত্রনীতির অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
পোশাক ও বস্ত্র শিল্পের উন্নয়নে বস্ত্রনীতির অনুমোদন মন্ত্রিসভার বৈঠক। ছবি: সংগৃহীত

ঢাকা: বস্ত্র শিল্পের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে উচ্চ মূল্যে শুল্কমুক্ত রফতানি এবং অভ্যন্তরীণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ‘বস্ত্রনীতি-২০১৭’র খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৩ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নীতিমালার অনুমোদন দেওয়া হয়।
 
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ১৯৯৫ সালের বস্ত্রনীতি হালনাগাদ করে নতুন করে আনা হয়েছে।

এতে ১১টি বিষয় নতুন সংযুক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ভিশন-মিশন, বিস্তারিত উদ্দেশ্য, সংজ্ঞা, উপখাত বিষয়ক বর্ণনা, মানবসম্পদ উন্নয়ন, রাজস্ব ও আর্থিক প্রণোদনা, বস্ত্রনীতি বাস্তবায়ন কৌশল, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন অনুচ্ছেদ রয়েছে।
 
বস্ত্রনীতির উদ্দেশ্য হলো, কর্মসংস্থানের জন্য বস্ত্র ও পোশাকখাত গড়ে তোলা, বস্ত্র শিল্পের অভ্যন্তরীণ চাহিদার সিংহভাগ পূরণ এবং মধ্য ও উচ্চমূল্যের রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের চাহিদা পূরণের লক্ষ্যে তাঁত ও বস্ত্র শিল্পের অধিকতর উন্নয়ন।
 
এছাড়াও বস্ত্র খাতের সুষম উন্নয়নের জন্য স্পিনিং, নেটিং, ডায়িং, প্রিন্টিং, শেয়ারিং ইত্যাদির জন্য পরিকল্পনা প্রণয়ন উন্নয়ন করা। বস্ত্রখাত সংশ্লিষ্ট উৎপাদিত পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধার স্বীকৃতি আদায়, যাতে সবদেশে প্রবেশাধিকার লাভ করে।
 
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এমআইএইচ/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।