প্রতিবারের মতো নানা আয়োজনের মধ্য দিয়ে বসন্তবরণ উৎসব চলছে সিলেটের বিভিন্ন স্থানে। সিলেটের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান নানা আয়োজনে বসন্তকে বরণ করেছে।
মুরারিচাঁদ কলেজে (এমসি) সকাল ১১টায় র্যালির আয়োজন করা হয়। মোহনা সাংস্কৃতিক সংগঠন ক্যাম্পাসে বসন্ত শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি কলেজের মূল ফটক থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শামীমা আখতার চৌধুরী প্রমুখ।
এছাড়াও নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এনইউ/আরআর/এমজেএফ