সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) দিবসটি উপলক্ষে র্যালি বের হয়।
বিশ্ববিদ্যালয়ের পুরনো ভেটেরিনারি ভবন থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় বঙ্গবন্ধু হলে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিলেটের কৃষিবিদরা।
পরে কৃষিবিদ ইনস্টিটিউট সিলেট চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদারের সভাপতিত্বে ও ড. আবু সাঈদের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশের উন্নয়নে কৃষিবিদদের অবদান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহন মিয়া, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. এএফএম সাইফুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নূরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ সাজিদুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি ডা. শামীম মোল্লা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. ঋত্বিক দেব প্রমুখ।
এ বছর কৃষিবিদ দিবস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ছিলেন প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এনইউ/এএটি/এমজেএফ