ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পবিপ্রবিতে পিঠা উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
পবিপ্রবিতে পিঠা উৎসব পবিপ্রবিতে পিঠা উৎসব

পটুয়াখালী: ‘বাঙালিয়ানায় সাজবো সাজ, পিঠা উৎসবে মাতব আজ’ স্লোগানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে বসন্তবরণ উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কৃষি অনুষদের ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

এসময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর মোহাম্মদ আলী, এলএমএ অনুষদের ডিন আ.ক.ম মোস্তফা জামান, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. রবিউল হক ফিটো, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. কাশেম চৌধুরী, সিএসই অনুষদের ডিন প্রফেসর আলী আজগর ভূঁইয়া, রেজিস্ট্রার প্রফেসর জেহাদ পারভেজ প্রমুখ।

পিঠা উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রীদের তৈরিকৃত ৩০ রকমের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। এ উৎসবকে কেন্দ্র করে ক্যাম্পাসকে নতুন সাজে সাজানো হয়।

পিঠা উৎসবের আয়োজক কৃষি অনুষদের শিক্ষার্থীরা জানান, আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসবের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।