সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নড়াইল সদর উপজেলার মাইজপাড়ায় কমিউনিটি সহায়ক দলের সঙ্গে সভা এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা।
একটি বে-সরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় অনেকের মধ্যে নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসিডর মার্টিন ভ্যান হুগস্টার্ন ও ফার্স্ট সেক্রেটারি নেদারল্যান্ডস দূতাবাস বাংলাদেশের ড. অ্যানি ভেসজিনস বক্তব্য রাখেন।
সভায় নিরাপদ-২ প্রকল্পের কর্ম-পরিকল্পনা এবং নিরাপদ প্রকল্পের সাফল্য শেয়ার করার পাশাপাশি যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে গুরুত্বারোপ ও স্থায়ীত্বের কৌশল তুলে ধরা হয়।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এসআই