সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় বরিশাল-শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খোকন (২২) উপজেলার আলিমাবাদ ইউনিয়নের শ্রীপুর এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে।
নিহতের মামাতো ভাই মো. মাসুক বাংলানিউজকে জানান, খোকন, শাহআলম ও জসিম একত্রে তাদের মাছ ধরার ট্রলার নিয়ে শ্রীপুর সংলগ্ন কালাবদর নদীতে মাছ ধরতে যায়। এসময় মিয়ারচর এলাকার আলম রাঢ়ী ও বেল্লাল রাঢ়ীসহ বেশ কয়েকজন খোকনদের নদীতে জাল ফেলতে বাধা দেয়। একপর্যায়ে তারা খোকনের মাথার নিচে বৈঠা দিয়ে আঘাত করে। এতে খোকন গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে বরিশাল-শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলানিউজকে জানান, খোকনকে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শ্রীপুর ক্যাম্পের ইনচার্জ আলতাফ হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় আলম রাঢ়ী ও ছালাম রাঢ়ী নামে দুই জনেক আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এমএস/এনটি