ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সরাইলে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
সরাইলে গৃহবধূর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইয়াছমিন আক্তার (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী ও পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ইয়াছমিন আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের মৃত আবদুল আলী মিয়ার মেয়ে ও সরাইল উপজেলার বড্ডাপাড়া গ্রামের নজরুল মিয়ার স্ত্রী ছিলেন।

নিহত গৃহবধূর পারিবারের লোকজন জানায়, ১০ বছর আগে নজরুলের সঙ্গে ইয়াছমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে ঝগড়া হতো। এরই জের ধরে নজরুল ও তার পরিবারের লোকজন ইয়াছমিনকে হত্যা করেছে বলে তাদের দাবি।

ইয়াছমিনের মা সায়েরা বেগম বাংলানিউজকে বলেন, তার মেয়ের জামাই মোবাইলে ফোন করে জানায়, ইয়াছমিন হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতালে গিয়ে দেখি ইয়াছমিন মারা গেছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা বাংলানিউজকে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরে বিস্তারিত জানা যাবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।